চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দারিদ্র পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র অর্জুন হালদার । তার জন্ম এক সংগ্রামী পরিবারে, যেখানে প্রতিদিন জীবনের জন্য লড়াই করতে হয়। তার বাবা একজন জেলে, নদীতে মাছ ধরে অর্জুন হালদারের পড়াশোনা ও সংসারের খরচ জোগান দেন। এরপরও দারিদ্রের শিকল অর্জুন হালদার কে আটকে রাখতে পারেনি। অর্জুন হালদারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানিবাড়ি চাঁদপুর গ্রামের রাজেশ্বর হালদারের ছেলে। অর্জুন হালদার তার কঠোর পরিশ্রম এবং মা-বাবার ত্যাগের ফলস্বরূপ অর্জুন হালদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। তবে দুঃখের বিষয়, অর্থের অভাবে এখন ভর্তি হতে পারছেন না। তার স্বপ্ন যেন ধীরে ধীরে ¤øান হয়ে যাচ্ছে। একটি সম্ভাবনাময় জীবনের অঙ্কুর যেন থেমে যাচ্ছে শুধুমাত্র অর্থের অভাবে। এই কথা শুনে এলাকার একজন ভালো মনের মানুষ দানশীল আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন অর্জুন হালদারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি থেকে শুরু করে যাবতীয় খরচ আমি বহন করব। আলহাজ্ব মিজানুর রহমান,মিজান আরও বলেন শুধু অর্জুন হালদারের না আমি আমার চককীর্তি ইউনিয়নে যে সকল গরিব মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না, আমি ও আমার স্ত্রী সে সকল শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে থাকি। এটি করতে আমার ভালো লাগে আমার কোন স্বার্থ বা চাওয়া পাওয়া নাই। এই দিকে গ্রামে প্রশংসায় ভাসছেন মোঃ মিজানুর রহমান মিজান অর্জুন হালদারের মা ও বাবা সহ গ্রামের লোকজন সৃষ্টিকর্তার কাছে এই বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান মিজান জন্য প্রার্থনা করেন। অন্যদিকে চককীর্তি ইউনিয়নের জামাতের সহ সেক্রেটারি মোঃ জামাল উদ্দিন বলেন মিজানুর রহমান মিজান ভাই অনেক গরিব দুঃখী মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াই ও অনুদান দিয়া থাকেন। তিনি একজন ভালো মানুষ। আমি অন্য দল করি। কিন্তু ভালো মানুষের জন্য ভালো কথা বলতে কোনো আপত্তি নাই। তিনি আমাকে ছোট ভাই হিসেবে ভালোবাসেন।#