চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের-২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।আজ শনিবার(২৪ মে)সকাল ১০টায় (৫নং)মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয় ।সভায় (৫নং) মহারাজপু ইউপি চেয়ারম্যান,জনাব নাহিদ,ইসলাম রাজনের,সভাপতিত্বে ২০২৫-২০২৬-অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন,ইউপি সচিব,জনাব মেনুয়ার জাহান । উপরোক্ত বাজেট সম্ভাব্য, আয় ও ব্যয়ের বিবরণীতে বলা হয় -২০২৫- ২০২৬- অর্থ বছরে ইউনিয়ন পরিষদের,মোট রাজস্ব আয় ৩৭,১৬,৫০০ -সাঁইত্রিশ লক্ষ,ষোল হাজার,পাঁচশত টাকা,মোট উন্নয়ন আয় - ১,৭২,২০০০০- এক কোটি,বাহাত্তর লক্ষ,বিশ হাজার,টাকাসহ বাজেটে,সর্বমোট আয়-২,০৯,৩৬,৫০০- দুই কোটি,নয় লক্ষ, ছত্রিশ হাজার,পাঁচশত টাকা এবং রাজস্ব উন্নয়ন, ব্যায়ও উদ্বৃত্ত সহ বাজেটের সর্বমোট ব্যায়ের,পরিমাণ ২,০৩,৯১,১০০- দুই কোটি,একানব্বই হাজার,এক শত টাকা। সভায় উপস্থাপিত, বিবরণী নিয়ে, বিস্তারিত,আলোচনা করে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য,সর্বসম্মতিক্রমে,অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায়, সকল ইউপি ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী, ওয়ার্ড সদস্য, সম্মানিত স্থানীয় ব্যক্তিবর্গসহ, আরোও অনেকেই, সেখানে উপস্থিত ছিলেন। #