By: MD. Admin
May 22, 2025

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১২০৫ লিটার চোলাই মদসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ রাজশাহীর আভিযানিক দল।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ অপারেশন দল আজ বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ৭ টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চিকনা ডাঙ্গাপাড়া গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে  আবির মুর্মু (২১), পিতা-লাতোয়া মুর্মু, মাতা-দুলী রানী, সাং-বাবুডাইং পিকনিক কর্নার, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,  শ্রী আনন্দ কর্মকার (২০), পিতা-স¤্রাট কর্মকার, মাতাÑশ্রীমতি দুলিয়া, সাং-রহনপুর নুনগোলা, থানা-গোমস্তাপুর, উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে চোলাই মদ-১২০৫ লিটার এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ প্রস্তুত করতঃ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ঘটনাস্থলে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করিয়া গোদাগাড়ী থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করিয়া আসিতেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।#

 

 


Create Account



Log In Your Account