আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে প্রায় ২৫০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শিক্ষামন্ত্রী দারেম তাব্বার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।শিক্ষামন্ত্রী দারেম তাব্বার বলেন, ক্ষতিগ্রস্ত স্কুলগুলো আলেপ্পো, লাত্তাকিয়া, টারতুস, হামা এবং ইদলিব এলাকায়। ১২৬টি স্কুলকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে।বুধবার সর্বশেষ খবরে বলা হয়েছে- এখন পর্যন্ত ১১ হাজার ১০৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৮ হাজার ৫৭৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে সিরিয়ায় ২ হাজার ৫৩০ জন মারা গেছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।#