চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ক তৃতীয় ব্যাচে দুইদিনব্যাপী মনাকষা ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। এ সময় তিনি বলেন, গ্রাম আদালত একটি সরকারী সেবা। ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরী সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে। প্রকল্পটি শুরুর পর থেকে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করেছে। এতে আরো প্রশিক্ষক ছিলেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। এছাড়া প্রশিক্ষণে উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।#