শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:‘‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, পাট উন্নয়ন কর্মকর্তা তাবারক হোসেন ও সহকারী প্রোগ্রামার আসিফ আহমেদসহ অন্যরা। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রত্যেক মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই সাথে খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে দুই হাত ধৌত করে নিতে হতে। যাতে করে কোনো প্রকার জীবাণু পেটে প্রবেশ করতে না পারে। পরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।#