চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার কানসাট গ্রামের বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিকাল সাড়ে ৫টার দিকে কানসাট কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন সহকারী কমিশনার (ভ‚মি) তৌফিক আজিজ, বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, আবদুল মান্নান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।#