চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের আদালত সংলগ্ন জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে এই ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুটি অংশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ককটেল বিস্ফোরণের ঘটনায় নির্বাচন অফিস ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।স্থানীয় বাসিন্দা মোঃ যুদ্ধ বলেন, নির্বাচন অফিসের গা ঘেঁষে আমার তুলার দোকান। রাত পৌনে ৯টার দিকে কয়েকজন যুবককে আমার দোকানের সামনে দিয়ে নির্বাচন অফিসের পেছন দিকে যেতে দেখি। তার কিছুক্ষণ পরই পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের দেয়ালে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় নির্বাচন অফিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনাও ঘটেনি। নির্বাচন অফিসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নির্বাচনকে ঘিরে আতঙ্ক ছড়াতেই এমন কাজ করা হতে পারে। এ ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশের একটি দল সার্বক্ষণিক জেলা নির্বাচন অফিসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি। #