By: Admin
Jul 24, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলের কয়েকটি গ্রামে পাঁকা সড়ক না থাকায় ভোগান্তিতে ছিল কয়েক হাজার বাসিন্দা। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর হতে জলাহার পর্যন্ত এই সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।২.৩ কিলোমিটার পাঁকা সড়কের কাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এই রাস্তা নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 

আদিবাসী জনগোষ্ঠীর বাসিন্দা হাসদা টুডু জানান, এই বরেন্দ্র এলাকায় মূলত আদিবাসীদের বসবাস। আমরা এমনিতেই অনেক পিছিয়ে। চলাচলের রাস্তায় না থাকায় এক প্রকার বিছিন্ন ছিলাম। সরকারের এই উদ্যোগের ফলে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কম সময়ে ও সহজেই জেলা শহর ও স্থানীয় বাজারে যেতে পারব।

উদ্বোধন করে স্থানীয় সাংসদ আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সড়কটির নির্মাণকাজ শুরু করা হয়েছে। এই সড়কের কাজ শেষ হলে জলাহার, জৈবনকৈবন গ্রামের কয়েক হাজার মানুষ এতোদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, রাস্তাটি পাঁকাকরনের।বুধবার উদ্বোধনের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হয়েছে। তিনি আরও বলেন, এই এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর বসবাস বেশি। বরেন্দ্র এই অঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। সড়ক নির্মানের মতো করেই পানির সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যেক ৮টি বাড়ির জন্য একটি করে পানির পাম্প নির্মাণ করে দিচ্ছে সরকার।এসময় আরও উপস্থিত ছিলেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।# 


Create Account



Log In Your Account