By: Admin
Feb 18, 2023

মোঃ আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মামুন অর রশিদ (দৈনিক খোলা কাগজ) ও সাধারণ সম্পাদক পদে নাদিম হোসেন (বিজয় টিভি) নির্বাচিত হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার রফিক, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দপ্তর প্রচার ও সাহিত্য প্রফুল্ল কুমার রবিদাস। এছাড়া নির্বাহী সদস্য  তৌহিদুল আলম টিয়া ও জিয়াউল হক। উল্লেখ্য, নির্বাচন কমিশন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা  তসলিম উদ্দিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাব অফিসে নির্বাচনী পরিচালনা করেন। নির্বাচনে ৯টি পদেই কোন প্রতিদ্বন্দিতা না থাকায় মামুন অর রশিদকে সভাপতি ও নাদিম হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন। বাকি পদগুলোতে একই ভাবে নির্বাচিত বলে ঘোষণা করেন।#


Create Account



Log In Your Account