By: Admin
Jan 30, 2023

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ট্রাক্টর চালক রাসেল আলীকে (২৩) ২০ দিনের জেল ও ট্রাক্টর মালিক জিয়ারুলকে (৫০) ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চর কানছিড়া জ্যাতপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের লতিব আলীর ছেলে ট্রাক্টর চালক রাসেল আলী (২৩) ও একই ইউনিয়নের মৃত তাজবুল হকের ছেলে জিয়ারুল ইসলাম (৫০)। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে পদ্মা নদীর তীর থেকে অসাধু ব্যবসায়ীরা বালি উত্তোলন করে আসছিলেন- এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে চর কানছিড়া জ্যাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টর চালক রাসেল ও ট্রাক্টর মালিক জিয়ারুলকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে রাসেলকে ২০ দিনের জেল ও ট্রাক্টর মালিক জিয়ারুলকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতে কেউ এ ধরণের অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#


Create Account



Log In Your Account