By: Admin
Mar 11, 2023

মোহাঃসফিকুল  ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:শিবগঞ্জে সরকারি বেদখল পুকুরে অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার টাকার মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোর রােত উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় এলাকার একটি সরকারি পুকুরে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় মৌজার ২৫২ নম্বর দাগের সরকারি ১ নম্বর খাস খতিয়ানের একটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে আসছিল। এতে রাজস্ব থেকে বঞ্চিত ছিল সরকার। গত ১৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুরটি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়। শনিবার ভোরে ওই পুকুরে অভিযান চালিয়ে কয়েক প্রজাতির মাছ আহরণ করা হয়। পরে উদ্ধারকৃত মাছ নিলামের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এসব টাকা জমা দেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।#

 


Create Account



Log In Your Account