By: Admin
Apr 3, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক এলাকার আলীসাহাসপুর দক্ষিণ পিরানচক গ্রামের মো. মিনা শেখের বড় ছেলে মো. আব্দুর রহিম (৩৫)। দরিদ্র পরিবারে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম মো. আব্দুর রহিমের। প্রতিবন্ধী হয়েও সেলাই মেশিনের কাজ করে জীবন জীবিকা চালিয়েছেন। কোন দিন কারো কাছে হাত পেতে দু’পয়সা ভিক্ষা নেয়নি আব্দুর রহিম। কিন্তু আজ জীবন বাঁচাতে বাধ্য হয়ে সবার কাছে আর্থিক সহায়তার জন্য হাত পেতেছে অসহায় রোগী প্রতিবন্ধী আব্দুর রহিম।তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। ইতিমধ্যে বাম পায়ের ২টি আঙুল কেটে ফেলা হয়েছে। এছাড়াও তিনি নানা রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসার জন্য ভোলাহাট, রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে সহায়সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।সহায়সম্বল হারা আব্দুর রহিম বলেন, আমি প্রতিবন্ধী হয়েও কোনদিন কারো কাছে কোন সাহায্য গ্রহণ করিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা খরচ চালাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমি আর দশ জনের মত সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম না নিলেও কাজকর্ম করে খেয়েছি ভিক্ষা করিনি। এখন চিকিৎসা খরচ আর চালাতে পারছি না। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই।সরকারি-বেসরকারি বিত্তবানদের সহযোগিতা নিয়ে বাঁচার আকুতি আব্দুর রহিমের। বিন্দু বিন্দু সহযোগিতায় প্রতিবন্ধী অসুস্থ আব্দুর রহিম বেঁচে উঠতে চান। তাঁকে সহযোগিতা করতে যোগাযোগ করুন। আব্দুর রহিম বিকাশ, নগদ নাম্বার- ০১৩২৩৩৩৪৮৫৩। কেউ আর্থিক অনুদান পাঠাতে চাইলে উপরের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান আব্দুর রহিম।#


Create Account



Log In Your Account