By: MD. Admin
May 22, 2025

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভূমি মেলা-২০২৫’। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ২২ মে (বৃহস্পতিবার ) সকালে উপজেলা হলরুমে এক প্রেস কনফারেন্সের  সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল হোসেনসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন গ্রহণ, রেজিস্ট্রেশন ও দাখিলা প্রিন্ট করার সুযোগ থাকবে। থাকবে সার্বক্ষণিক সেবাবুথ, যেখানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দেবেন।এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ও সাধারণ মানুষের অভিযোগ শুনানির ব্যবস্থাও থাকবে। জনসচেতনতায় লিফলেট ও বুকলেট বিতরণ করা হবে। পাশাপাশি একটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রও থাকবে, যেখানে নির্ধারিত রেটে সেবা প্রদান করা হবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবার মানোন্নয়নে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#


Create Account



Log In Your Account