By: Admin
Mar 18, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আশ্রয়ন প্রকল্প গুলোর নিয়মিত খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার "আশয়ণ প্রকল্পের" প্রকল্পবাসীদের জীবনমান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য আশ্রয়ণ প্রকল্প গুলো নিয়মিত মনিটরিং করার নির্দেশনা রয়েছে। এর ফলে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক একেএম গালীভ খাঁন এর তত্ত্বাবধানে আমরা নির্মিত মনিটরিং করে যাচ্ছি।এছাড়াও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা - কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ে করে আশ্রয়ণ প্রকল্পবাসীদের জীবনমান ঠিক রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।১৫ মার্চ বুধবার উপজেলার নিজামপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে সরজমিনে উপকার ভোগীদের সাথে কথা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা জনসাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী।উপকার ভোগীদের মধ্যে রাহেলা জানান, এর আগে তার ঘর ছিল মাটির তৈরি টিনের ফুটো দিয়ে পানি পড়তো। এখন দালান বাড়ি পেয়ে স্বামী, ছেলে,মেয়ে নিয়ে থাকতে আর কোন কষ্ট হচ্ছে না। সেজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করি।ইউএনও আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে একজন মানুষও অসহায় ও গৃহীন থাকবে না। এটি তিনি অঙ্গীকার করেছেন। সামাজিকতা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার কার্ড দেয়া হচ্ছে।প্রকল্পসমূহ দারিদ্র বিমোচন ও টেকসই উনয়নে সরকার অর্থনীতির কাঠামোগত রূপান্তরের লক্ষ্যে গ্রহণ করেছে। নানামুখী উন্নয়ন প্রকল্প বৃহৎ উনয়ন কর্মসূচির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া দুস্থ অসহায় এবং ছিন্নমূল মানুষের মৌলিক চাহিদা পূরণে নানামুখী কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য আশয়ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে গৃহায়নের সঙ্গে কর্মসংস্থান স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিক্ষা, পেশাবৃত্তি প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম যুক্ত হয়েছে। এই প্রকল্পে ভূমিহীন, গৃহহীন, দুর্দশা গ্রস্থ ও ছিন্নমূল পরিবারের স্বামী- স্ত্রীর যৌথ নামে ভূমির ও গৃহের মালিকানা সত্ব প্রদান করা হচ্ছে।এক্ষেত্রে প্রতিবন্ধীী, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে। পুনর্বাসিত পরিবারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, নিরাপদ পানির জন্য টিউবয়েলের সংস্থান করা হচ্ছে। বৃক্ষরোপণ এবং বিভিন্ন সবজির বীজ উৎপাদনসহ কৃষি কাজে গৃহীনীদের উৎসাহ প্রদান করা হচ্ছে ।#


Create Account



Log In Your Account