শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা.চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামন আল ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট উপহার দেন। সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনি ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি ও সাবেক প্রধাান শিক্ষক বীর মুত্তিযোদ্ধা তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ জোবায়ের আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ অন্যরা।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গণ তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্ব গাঁথা ইতিহাস বর্ণনা করে এবং ইতিহাসের শিক্ষার প ্রতি গুরুত্ব আরোপ করেন। #