চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আউশ ধান কাটা মাড়াই পুরোদমে চলছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে তা খানিকটা বিঘিœত হচ্ছে। এবার জেলায় ৩৯ হাজার ৯১৫ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৪৮ হাজার ৫৪০ হেক্টর। এখন পর্যন্ত ৫৪ ভাগ জমির ধান কাটা মাড়াই সম্পন্ন হয়েছে। হেক্টরপ্রতি ফলন পাওয়া যাচ্ছে ৩.২৫ মেট্রিক টন (বিঘাপ্রতি প্রায় ১৬ মণ)।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলায় ১০ হাজার ৯৭৫ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তা ছাড়িয়ে আবাদ হয়েছে ১২ হাজার ৭৯৫ হেক্টর। শিবগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৫০০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ১৭ হাজার ৮৫ হেক্টর, গোমস্তাপুর উপজেলায় ৫ হাজার ৬৯০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৮ হাজার ২১০ হেক্টর, নাচোল উপজেলায় ৬ হাজার ৫০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৫ হাজার ৯৭০ হেক্টর এবং ভোলাহাট উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৪ হাজার ৪৮০ হেক্টর। ধানের জাতগুলো মধ্যে রয়েছে ব্রিধান ৪৮,৬৫, ৫৫, ৮৫, ৮৩ ,৯৮,১৭,১৯ ইত্যাতি। ফলনও ভালো হচ্ছে। বিঘাপ্রতি ফলন হচ্ছে প্রায় ১৬ মণ। এখন পর্যন্ত ৬৪ ভাগ জমির ধান কাটা মাড়াই সম্পন্ন হয়েছে। তবে গত কয়েকদিন থেকে বৃষ্টির কারণে কাটা মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে। সব থেকে বেশি ঝামেলায় পড়েছেন চর এলাকার কৃষকরা। তবে রোদ না থাকায় ঠিকমতো ধান শুকাতে পারছেন না কেহ যার কারনে ধান কাটতে পারচ্ছে না কৃষকেরা #