নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিএনপি ও যুবদলের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় তিন প্রার্থীর কাছে। প্রথম দফায় অনুষ্ঠিত ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য বাবর আলী বিশ্বাস ও ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম আনোয়ার ও আর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।#