By: Admin
Jun 1, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রভাবশালী দখলদারদের কাছ থেকে ৩০ বিঘা জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।বুধবার (৩ মে) দুপুরে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর বাঁধের মাঝখানে অভিযান চালিয়ে দেবোত্তর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১৮৭ নম্বর দাগের ১০ দশমিক ১৭ একর (৩০ বিঘা) সরকারি জমি উদ্ধার করা হয়।জমি উদ্ধারের পর সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, ১০ দশমিক ১৭ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকার। বুধবার দুপুরে অভিযান চালিয়ে জমিগুলো উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, ৩০ বিঘার বেশি জমি উদ্ধার করা হয়েছে। আজ থেকে এ সম্পত্তির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ ।অভিযানে শিবগঞ্জ থানাপুলিশের একটি টিম সহযোগিতা করে।#


Create Account



Log In Your Account