By: Admin
Aug 7, 2023

এম.এস.আই শরীফ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট ২০২৩) সকাল ১১ টার সময় মেডিকেল মোড়স্থ ভোলাহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহŸানে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) ভোলাহাট উপজেলা শাখার উদ্দ্যোগে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সুজনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাঃ রাফিজুল ইসলাম ডাবলু, মোহাম্মদ আবদুল হান্নান, মোঃ মজনু মিয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হক, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ সহ বিভিন্ন স্কুলের ছাত্র এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক বলেন, দেশের এই সংকটকালে সুজন-এর এ উদ্দ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এই সময় আর নির্লিপ্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তাই নাগরিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচিটি সফল করার উদ্দ্যোগ গ্রহণ করা হয়।#


Create Account



Log In Your Account