স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ১০০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, এনডিসি, জেলা প্রশাসনের নির্বাহী মাজিষ্ট্রেটগণসহ অন্যরা। ঈদের অসহায় মানুষের হাতে সহায়তা সামগ্রী তুলে দেয়ায় কৃতজ্ঞতা ও ধণ্যবাদ জানান সুবিধাভোগীরা।#