মোঃ আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রুহুল মোড় ও বোগলাউড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান তিনি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবদুল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসিকুল ইসলাম আসিকসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।#