By: Admin
Jul 8, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে শনিবার থেকে। চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। তবে শুধুমাত্র যারা ৩য় ও ৪র্থ ডোজ নেননি, তাদেরকেই এই টিকা দেয়া হবে।চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, জেলার সকল হাসপাতাল এবং পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোতে ৩য় ও ৪র্থ ডোজ টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ ফেব্রæয়ারি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তৎকালীন জেলা প্রশাসক ও করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল হাফিজ টিকা গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের এক বাসিন্দার দেহে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই জেলায় মারা যান ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২ জন, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছেন।

করোনা শুরু হওয়ার পর তৎকালীন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, তৎকালীন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে কাজ করেন। পরের বছর তৎকালীন জেলা প্রশাসক মোঃ মঞ্জরুল হাফিজের নেতৃত্বে জেলায় করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল হিসেবে স্বীকৃতি পায়।#

 

 


Create Account



Log In Your Account