By: Admin
Nov 1, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আদালতের পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন- গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, কনস্টেবল মানিক কনস্টেবল আলীম  আব্দুর রব শামিম হায়দার সামান্য আহত হন 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাদা পোশাকে সাত পুলিশ সদস্য বাঙ্গাবাড়ী ইউনিয়নের নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে আটক করে নিয়ে যাচ্ছিলেন। পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেন তার লোকজন। এসময় ভাঙচুর করা হয় সিএনজিচালিত অটোরিকশা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালের একটি ঘটনার চুরির মামলার আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়নের নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম। সন্ধ্যায় তাকে আটক করে নিয়ে আসছিল পুলিশ। পথে গতিরোধ করে কিছু লোকজন পুলিশকে মারধর করে তাকে নিয়ে যায়। এসময় আহত হন তিন জন পুলিশ সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোঃ রেজাউল করিম বলেন, চুরির মামলার আসামি মনিরুলকে ওসির নির্দেশে ডাকতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। এসময় তাকে সঙ্গে করে নিয়ে আসছিলেন তারা। পথে পুলিশ সদস্যদের ওপর অর্ধশত লোকজন নিয়ে হামলা করেন ওই আওয়ামী লীগ নেতার লোকজন। এসময় তাকে ছিনিয়ে নেন। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।#


Create Account



Log In Your Account