চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনে নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদ শনিবারও বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। বিলি করেছেন প্রচারপত্রও। দিনের এক ফাঁকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় এবং সন্ধ্যায় জেলা মৎস্যজীবী লীগের এক অনুষ্ঠানে যোগদান করেন।শনিবার তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পাড়ায় পাড়ায় গণসংযোগ করেন।সংযোগকালে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সকল ষড়যন্ত্র মুছে দিয়ে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সদর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।জেলা মৎস্যজীবী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেলসহ অন্যরা।দিনভর গণসংযোগে আব্দুল ওদুদরে সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দু রাকিবসহ অন্য নেতৃবৃন্দ।#