চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাজ্জাদ হোসেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে তিনি নতুন কর্মস্থল চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন। সদর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে তিনি রাজশাহী বাঘা থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা। জানতে চাইলে অফিসার ইনচাজ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ একটি সেবা মূলক বাহিনী। পুলিশের আইনগত সেবা নিতে কোনো টাকা পয়সা লাগে না। সকলের সহযোগিতায় চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানাকে বিভিন্ন অপরাধ দমন এবং সন্ত্রাস ও মাদক মুক্ত করতে চাই।