চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আজ বুধবার সকাল ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, চত্বরে সচেতনতামূলক র্যালি এবং র্যালি শেষে অত্র কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন এবং সভাপতি হিসেবে অতিরিক্ত ধধজেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ জনাব মো. নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#