By: Admin
Dec 16, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস পালন করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো। শনিবার (১৬ডিসেম্বর) সকালে জেলা শহরের শহিদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় সংগঠনগুলোর পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে সেখান থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ স্মৃতি নাম ফলকে পূষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুরুল হোদা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সাধারণ সম্পাদক রোকন উজ্জামানসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।#


Create Account



Log In Your Account