By: Admin
May 14, 2024

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার ছাইদুল হাসান। জানা গেছে- শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক উদ্ধার, ডাকাতি হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, বিচারে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুরস্কার আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে। প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর সাজ্জাদ হোসেন শিবগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। এর মধ্যে তিনবার তিনি জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করলেন।#

 


Create Account



Log In Your Account