By: Admin
Jul 24, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার জগন্নাথপুর হতে তর্তিপুর ব্রীজ পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন ও আলোচনা সভায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক আজু সভাপতিত্ব করেন। বুধবার ১৯জুলাই বিকালে পৌরসভার আলীডাঙ্গায় নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এই কাজে ২ কোটি ৬ হাজার ৯'শত ১১ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আত্মমানবতার গোলাম, অসহায় নিপিড়িত মানুষের সেবক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমি বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার পায়রা শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে আপনাদের পাশে আছি এবং আগামীতেও আমাদের সেবা করার সুযোগ দেন। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে আপনাদের সেবা করার সুযোগ চেয়ে নিয়েছিলাম আজ তা বাস্তবে আপনাদের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামী জাতীয় নির্বাচনে আপনারা যদি আমাকে আবার আপনাদের মাঝে সেবার হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দেন তখন আরো বেশি বেশি আপনাদের সেবা করার সুযোগ পাব এবং আপনাদের সুখে দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ। আর শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন দেখে বুঝতে পারছেন সৈয়দ পরিবারের লোকজন আপনাদের সেবা করার জন্য সব সময় প্রস্তুত আছি।

অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর মেয়র ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু আহমদ নজমুল কবির (মুক্তা), সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম টুটুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

 


Create Account



Log In Your Account