By: Admin
Oct 31, 2024

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ ¯েøাগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উঠিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করা হয়।দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।উদ্বোধন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া শেখানো হয়।পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাবিক হাসান তরফদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, সহকারী প্রকৌশলী ফজলে রাব্বীসহ অন্যান্য কর্তকর্তারা।বক্তারা বলেন, প্রত্যেককে বিভিন্ন রকম কাজের আগে পরে হাত ধোয়া জরুরি প্রয়োজন।#


Create Account



Log In Your Account