By: Admin
Mar 18, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত অর্থাৎ “ক” শ্রেণির পরিবারমুক্ত জেলা হিসেবে ঘোষণা মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ বুধবার সকাল ১০.০০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।উক্ত উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪র্থ পর্যায়ে হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭৫ টি, গোমস্তাপুর উপজেলায় ৭৫টি এবং নাচোল উপজেলায় ৮০ টি সহ মোট ২৩০টি বরাদ্দপ্রাপ্ত গৃহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনাসমূহ অনুসরণপূর্বক ঘরের গুনগতমান বজায় রেখে নির্মাণ কার্যক্রম শতভাগ সম্পন্ন করা হয়েছে। এ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে এ জেলার পাঁচটি উপজেলায় ১ম পর্যায়ে মোট ১৩১৯ টি গৃহ, ২য় পর্যায়ে মোট ২৬১৯ টি গৃহ, ৩য় পর্যায়ে ৬৫১ টি গৃহ এবং ৪র্থ পর্যায়ে ২৩০ টি গৃহ সহ মোট ৪৮১৯ টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ("ক" শ্রেণির) অনুকূলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে উপকারভোগী পরিবারের অনুকূলে ০২ (দুই) শতাংশ করে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।ইতোমধ্যে গত ২১ জুলাই ২০২২ তারিখে অনুষ্ঠিত উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় যথাক্রমে ৭৮৪, ১১৮৮,৭৩৩, ৯৯৬ ও ১১১৮ টি ‘ক’ শ্রেণি অর্থাৎ মোট ৪৮১৯টি গৃহের নির্মাণ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথভাবে অনুসরণ করে সমাপ্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ এর নিকট হতে প্রাপ্ত পস্তাবপত্র, উপজেলা টাস্কফোর্স কমিটি ও যৌথ সভার সিদ্ধান্ত এবং আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক এ জেলার বাকি ০৪(চার)টি উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী “ক” শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার না থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এ পর্যায়ে অর্থাৎ আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনমুক্ত (“ক” শ্রেণি) জেলা হিসেবে ঘোষণা করবেন। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভূক্তি হলে পরবর্তীতে তা দ্রæততম সময়ে পুনর্বাসন করা হবে।#


Create Account



Log In Your Account