By: MD. Admin
Apr 18, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে নামাজ পড়তে মসজিদে ঢুকে অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইভান আলী (৩৮) নামে এক চালক। রোববার (১৬ এপ্রিল) রাতে জেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।ইভান আলী জানান, শহরের হরিমোহন স্কুলে অস্থায়ী অফিস সহায়কের কাজ করি। এতে যা বেতন পাই সেটি দিয়ে সংসার চলে না। তাই রাতে অটোরিকশা চালাই।গতকাল রোববার এশার নামাজ পড়ার জন্য হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের সামনে অটোরিকশা রেখে ভেতরে প্রবেশ করি। নামাজ শেষে দেখি আমার অটোরিকশাটি নেই।তিনি আরও বলেন, ১৮ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলাম। এখনো ঋণ পরিশোধ হয়নি। এখন এ ঋণের টাকা আমি কিভাবে দিব।চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক বলেন, ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।তিনি আরও বলেন, ইভান আলী অনেক পরিশ্রমী মানুষ। তবে অনেক গরিব। তাই অটোরিকশা হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অটোরিকশাটি উদ্ধারের জন্য আমরা কাজ করছি।#


Create Account



Log In Your Account