By: Admin
Sep 18, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-, রাজশাহীর একটি অপারেশন দল শনিবার সকাল পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত( সেপ্টেম্বর ২০২৩) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন কসবা ইউনিয়নের কালইর (মধ্য বাজার) গ্রামস্থ  ধৃত আসামী সুনীল মুরমু, পিতা-লবীন মুরমু এর বসত বাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন কসবা ইউনিয়নের কালইর (মধ্য বাজার) গ্রামস্থ ধৃত আসামী কবিরাজ মুরমু, পিতা-ভাঙ্গী মুরমু এর বসতবাড়িতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ বিক্রয় করার অপরাধে ২০২৫ (দুই হাজার পঁচিশ) লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপরকরণ সহ সুনীল মুরমু কবিরাজ মুরমু কে হাতেনাতে গ্রেফতার করে। তারা দীর্ঘ দিন ধরে তাদের বসতবাড়ীতে চোলাই মদ প্রস্তুত করে তা বিক্রি করত। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।#


Create Account



Log In Your Account