By: Admin
Feb 19, 2023

এম.এম.আই শরীফ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ভিটামিন-এ বাস্তবায়নে ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ ফেব্রæয়ারি শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার, ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সুধীজনেরা। ইউএইচও ডাঃ  মাহবুব হাসান এ প্রতিবেদককে জানান, উপজেলার মোট ১৩ হাজার, ১’শ ৫৪জন শিশুকে ৫৬টি ক্যাম্পে ২০ ফেব্রæয়ারি ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাসের শিশুকে ১টি করে নীল এবং ১২মাস থেকে ৬বছর বয়সী শিশুকে ১টি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন-এ ক্যাম্পেইন সফল করতে মাইকিংসহ বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা চালনা হবে তিনি জানান।#


Create Account



Log In Your Account