By: Admin
Jan 3, 2024

কক্সবাজার: কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল কক্সবাজার-আসনের বর্তমান এমপি সাইমুম সরোয়ার কমলকে উদ্দেশ্য করে বলেছেন, রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি। এতো ভয় কিসের, রাতের অন্ধকারে আর এমপি হওয়ার সুযোগ নেই। মাস্তানি করতে চাইলে কক্সবাজার শহরে আসো। নিজের ঘরের সামনে কিসের মাস্তানি?  বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রামুর ঈদগাঁও এলাকায় স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের পথ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আর বলেন, আমাদের প্রচারণায় অংশ নেওয়ায় এমপি নিজেই দাঁড়িয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা ও গুলি করে। এসব মাস্তানি আবার করলে আন্ডার.... খুলে কক্সবাজারে নিয়ে যাব। একবারও সুষ্ঠুভাবে নির্বাচিত হতে পারেননি। বিকাশে এমপি হয়েছেন। মাস্তানি করতে ইচ্ছে হলে কক্সবাজার শহরে আসেন। হাত-পা ভেঙে রামু পাঠিয়ে দেব। সভায় উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টান মিজানসহ সাধারণ ভোটাররা।#


Create Account



Log In Your Account