শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন থেকে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। নিখোঁজ গৃহবধুর সন্ধান চেয়ে রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তাঁর স্বামী। নিখোঁজ গৃহবধূ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের মো. মবিনউল হকের স্ত্রী মোসাঃ রাকিবা বেগম(৪২)। নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, গত ২৫ ফেব্রæয়ারি বিকেলে আমার স্ত্রী রাকিবা বেগম কাউকে কিছু না বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে আমার সকল আত্মীয়-স্বজনের বাসা সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাধ্য হয়ে শিবগঞ্জ থাকায় জিডি করেছি। জিডি নং ১২৪২, তারিখ-২৬/০২/২০২৩। তিনি আরো জানান, আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরেনে ছিলো নেভিবøু কালারের বোরখা ও ওড়না। তার চেহারা ফর্সা, মাথায় লম্বা কালো চুল আর তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, গৃহবধু নিখোঁজের বিষয়ে তার স্বামী একটি জিডি করেছেন। আমরা নিখোঁজ গৃহবধূও সন্ধানে অভিযান শুরু করেছি। সন্ধান পেলে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিবো।#