By: Admin
Dec 3, 2023

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ অপারেশন দল ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ ১৪:৪০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাঙ্গাপাড়া চিকনা গ্রামস্থ এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মোঃ কবির হোসেন (৪৫), পিতা-মৃত আলতাফ হোসেন, গ্রাম-দরগা গুসিড়া পাড়া,মোঃ হুমায়ুন কবির (৩৫), পিতা-মৃত ফজলুর রহমান, গ্রাম-কাপাসিয়া পাড়া নলীগ্রাম,মোঃ বাদশা মিয়া (৩০), পিতা-মোঃ ওয়াজেদ আলী, গ্রাম-আমবাড়ীয়া নলিগ্রাম, সর্ব থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের চোলাই মদ-৩১৮৫ লিটার এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান

 তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ প্রস্তুত করতঃ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।#

 


Create Account



Log In Your Account