By: Admin
Mar 13, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩  উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন।এসময় উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।সভায় দেশে প্রাথমিক শিক্ষার বিস্তার ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বক্তারা, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত সকল কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোৎ রবিউল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সুধিজনরা অংশ নেন।

মঙ্গলবার পিটিআই প্রাঙ্গণে শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিভিন্ন স্টলের মাধ্যমে উপস্থাপন করা হবে।#

 

 

 

 


Create Account



Log In Your Account