By: Admin
Sep 16, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শারর্দীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা গূজা উদ্যাপন পরিষদের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ১৪ সেপ্টম্বর শনিবার দুপুরে দেওয়ানজাগীসর্বজনীন দূর্গা মুন্দীরে প্রস্তুতি সভায়  বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য ডাঃ তরিৎ কুমার সাহা । শিবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী সুকুমার চন্দ্র সাহার সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন ,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্তÍকুমার দাস , সাবেক সভাপতি শ্রী প্রদীব গড়গরিয়া ,শ্রী  প্রবোধ দত্তসহ শিবগঞ্জ উপজেলার ৪৬ টি দূর্গা মুন্দীরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন ।  এই সময় বক্তারা সরকারী নির্দেশনা মেনে দূগা পূজা উদ্যাপনের আহব্বান জানান , শারদীয় দূর্গা পূজায় দল মত  ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।#


Create Account



Log In Your Account