By: Admin
Apr 3, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জ উপজেলায় ইফতারের বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি'র সদস্যরা।রবিবার (২এপ্রিল) উপজেলার কালুপুর হাসনেয়ারা হাফেজিয়া মাদ্রাসায় সংগঠনটি স্থানীয় কয়েকটি মাদ্রাসা ও এতিমখানা থেকে  প্রায় ১৫০শ কুরআনের হাফেজ এবং দুস্থ, রাস্তার পথচারী, সংগঠনের সদস্য ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের পরিচালক আলমগীর জয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেলটা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম,রানা ঔষুধ ঘর এর পরিচালক সাইফুল ইসলাম রানা,বিশিষ্ট পল্লী চিকিৎসক আলহাজ্ব রমজান আলী,জসিম উদ্দিন হুজুর প্রমুখ।আর উপস্থিত ছিলেন-সংগঠনের এডমিন মোস্তফা আলী, সদস্য-সাকিল,শুভ,আরিফ,মাহফুজুর রহমানসহ আরো অনেকে।উল্লেখ্য, 'মানবকল্যানে তরুনরা সবখানে' এই ¯েøাগানকে সামনে রেখে ২০২১ সালে শিবগঞ্জ ম্যাংগো সিটি'র কার্যক্রম শুরু হয়। রক্তদান কর্মসুচির,শীত বস্ত্র বিতরণ, ঈদের পোষাক ও ঈদ সামগ্রী বিতরণসহ সামাজিক কাজ করে আসছেন।#


Create Account



Log In Your Account