চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃনিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় অত্র ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ কেরামত আলী এর নেতেৃত্বে একটি টহল দল অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ বিওপির সামনে সন্দেহজনকভাবে ১টি বাংলাদেশী ট্রাক তল্লাশী করে চালকের বসার পিছনের সিট হতে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৪৫৫০ কেজি পেঁয়াজ এবং ১টি ট্রাকসহ (ট্রাক নম্বর-ঢাকা মেট্রো-ট ২২২৬৩৫) (ট্রাক ড্রাইভার) মোঃ নাদিম হোসেন (১৭), পিতা- লাল মোহাম্মদ, গ্রাম- বালিয়াদিঘী, ডাকঘর-সোনামসজিদ, থানা- সোনামসজিদ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে আটক করতে সক্ষম হয়। উক্ত তল্লাশী চলাকালীন মোঃ ফারুক হোসেন, পিতা-মৃত এলাম, গ্রাম- বালিয়াদিঘী, ডাকঘর-সোনামসজিদ, থানা- সোনামসজিদ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্য, পেঁয়াজ, ট্রাক ও ধৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার দুপুর দেড়টায় চৌকা বিওপির নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামাটোলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭৬৭ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে । অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৯টায় শিয়ালমারা বিওপির হাবিলদার মোঃ সোহেল রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১১ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈদগাহ আমবাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।#