By: MD. Admin
May 22, 2025

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা.শিবগঞ্জে বজ্রপাতে  দুজনের মৃত্যু হয়েছে।তারা হলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মৃত বিসারত হাজীর  ছেলে তাজবুল ইসলাম(৪৭)এবং ছত্রাজিতপুর  ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৭০)। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  গোলাম কিবরিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মঙ্গলবার  বিকালে বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরার সময় পথে বজ্রপাতে  তিনটি গরু সহ তসজবুল ইসলাম মারা যায় এবং জালাল উদ্দিন মাঠে  ধান কাটার সময় বজ্রপাতে মারা যায়।  অন্যদিকে চাঁপাইনবাববগঞ্জ পৌর সভার ১২ নং ওয়ার্ডেও চরমোহনপুরের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম ও(৪৫)   ওই সময় মাঠে কাজ করার সময় বজ্্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর উপজেলার  চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান  ঘটনাটি নিশ্চিত করেন।#


Create Account



Log In Your Account