By: Admin
Sep 5, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে পানির ¯্রােতে পল্লীবিদ্যুতের খাম্বা পড়ে ১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন চরাঞ্চলের দেড় হাজার পরিবার।পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

উপজেলার বাবুপুর, কদমপাড়া, নিশিপাড়া, সাত্তার মোড়, সেতারাপাড়া শেয়ালপাড়া চরলক্ষমীপুরসহ বেশ কিছু গ্রামে এখন বিদ্যুৎ নেই। চরপাঁকা কদমতোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তহিদুর রহমান জানান,পদ্মা নদীর তীব্র ¯্রােতে খাম্বা পড়ে যাওয়ায় তারা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র/ছাত্রী এমনকি ছোট ছোট বাঁচ্চাদের নিয়া চরম অসুবিধায় আছি। স্থানীয় বাসিন্দা বুদ্ধু মেম্বার, আনারুল ইসলাম বলেন, পদ্মা নদীর তীব্র ¯্রােতে খাম্বা পড়ে যাওয়ায় তারা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিক কাজ করতে পারছে না।শরিফুল ইসলাম নামে এক ভ্যানচালক বলেন, ১০ দিন ধরে অন্ধকারে বসবাস করছি। ভ্যানে চার্জ দিতে পারছি না। এতে আয় হচ্ছে না। এখন আমরা কি খাবো? কোথায় থাকবো রফিকুল ইসলাম বলেন, ১০ দিন ধরেই অন্ধকারে। কানসাট পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তারা।পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক  বলেন, ১০ দিন আগে পদ্মা নদীর তীর সাত্তার মোড়ের একটি খাম্বা নদীতে পড়ে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে তীব্র গরমে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন, ¯্রােতের কারণে খাম্বাটি পুঃস্থাপন করা যাচ্ছে না। নদীতে পানি কমলে দ্রæ সমাধান করা হবে।#

 


Create Account



Log In Your Account