চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ)আসনে গত ৭ জানুয়ারী’২৪ জাতীয় সংসদ নির্বাচনে হারলেও শিবগঞ্জ উপজেলাতে দ্বিতীয়বারের মত জিতলেন সৈয়দ নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আবারো চেয়ারম্যান নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি কাপ-পিরিচ প্রতিক নিয়ে ৮১ হাজার ৮৩০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আলহাজ মোঃ মহসীন আলী মিয়া মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬৭ হাজার ২০ ভোট।সৈয়দ নজরুল ইসলাম ১৪ হাজার ৮১০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এ ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, ভোটের শতকরা হার ৩৩.৬৮ শতাংশ। নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে অন্য দুই প্রার্থী,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া আনাসর প্রতিকে পেয়েছেন ৪,৯২৯ ভোট, জাসদ নেতা জামাল হোসেন পলাশ মশাল প্রতিকে পেয়েছেন ১,২৪৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রবিউল খান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব শামীম রেজা তালা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৭৯ ভোট। ২২ হাজার ৫৪৬ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রবিউল খান।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ শিউলি খাতুন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫২০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোসাঃ নুরজাহান ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট। মোসাঃ শিউলি খাতুন ১২ হাজার ৪২১ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত,সৈয়দ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গত ২ নভেম্বর’২৩ স্থানীয় সরকার সচিব বরাবর পদত্যাগপত্র দাখিল করেছিলেন। পরে স্বতন্ত্রভাবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের কাছে পরাজিত হন। শিবগঞ্জ উপজেলা ১ পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৬টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন। যার মধ্যে পরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২১ জন ও নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৮১ জন।শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং তিন জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।#