শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার কমিটির উদ্যোগে নতুন অফিস উদ্ধোধন এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) বিকাল সাড়ে ৪টায় শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে অবস্থিত আমিন উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার নতুন অফিস উদ্ধোধন, এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানি গ্রæপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি,নাইমূল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ সেতাউর রহমান(সভাপতি,বাংলাদেশ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা শাখা)।সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাঃ হারুন অর রশিদ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা শাখা)। এসময় সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকর্মীরা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে মনোযোগী হতে হবে, যাতে সমাজের প্রতিটি স্তরে সত্য উদ্ভাসিত হয়। আমদানি-রপ্তানি গ্রæপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তথ্যের মাধ্যমে তারা দেশ ও জনগণের সেবা করেন। বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকেরা সঠিক ভাবে কাজ করার জন্য কার্যক্রম এগিয়ে নিতে আমি সবসময় পাশে থাকব।মোবারকপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ মিয়া বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে আমি সবসময় পাশে থাকব এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করব।সাংবাদিকরা যদি তথ্যনির্ভর ও সঠিক সংবাদ পরিবেশন করেন, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করলে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।আলোচনা সভা শেষে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয় ও দোয়া মাহাফিল এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।#