চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সচেতন শিক্ষার্থী শিবগঞ্জ ও নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক মোঃ আজিজুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইসমাঈল হোসেন সিরাজী, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি নুরুল ইসলাম নুর, আদিনা ফজল্লু হক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সোওরব হোসেন আকাশ, সচেতন শিক্ষার্থী শিবগঞ্জের পক্ষে সাইমুল ইসলাম, রাহাত আলী, নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে ফাইয়াজ রহমান তনয়, আদর্শ মানবসেবা স্বোচ্ছাসেবী সংগঠনের পক্ষে জিহাদ আলীসহ অন্যরা।বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়। অনতিবিলম্বে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ফোর লেন সড়ক বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে কানসাট যুব উন্নয়ন সংস্থা, কানসাট নিউজ পাঠক ফোরাম, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন, আদিনা কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন, বিসর্গ ফোরাম, শিবগঞ্জ গৌড় (ম্যাংগো সিটি), শিবগঞ্জ হেল্পলাইনসহ মোট ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগহণ করেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। ফলে কেউ হারাচ্ছে প্রাণ, কেউ মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। নিরাপদ সড়ক ও মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে জেলার ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।#