By: Admin
Dec 21, 2023

  লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগতিতে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামগতি বাজারে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। আগুনে সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আগুনে মিতুল সাহা ও মোঃ ওয়াশিমের লেপ তোশকের দোকান এবং কবির ও আক্তারের মুদি মালের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রামগতি বাজারে থাকা একটি লেপতোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আরও ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৪টি দোকানই পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানে থাকা মালামালগুলো পুড়ে গেছে। রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।#


Create Account



Log In Your Account