শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। জনগণকে জানান দিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ স্টেডিয়ামের সামনে থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়ে শিবগঞ্জ বাজার, কানসাট, শ্যামপুর, বিনোদপুর, মনাকষা, দূর্লভপুর হয়ে রানীহাটি এলাকায় সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন করেছি। অসহায়-দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। জনগণ চেয়েছে বলেই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তাই আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া শোডাউনে প্রায় ৩ হাজার মোটরসাইকেল অংশ নেয়। স¤প্রতি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র তুলেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।#