শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, উপজেলায় প্রায় ৩২ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ১০ দিন বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এসব টিকা দেওয়া হবে। পরের ৮দিন কমিউনিটিতে দেয়া হবে এসব টিকা। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।#